শিরোনাম ::
চকরিয়ায় আবদুর রহমান খুনের মামলার ৭ আসামি ফেনীর মহিপাল থেকে গ্রেফতার টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলু ডাকাত গ্রেপ্তার টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ র‌্যাবের অভিযানে মাদক মামলার পরোয়নাভুক্ত দুই আসামী গ্রেফতার টেকনাফে পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার-৬ পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুমানার গনসংযোগ ও মতবিনিময় সভা বন্ধুর সাথে ঘুরতে গিয়ে কক্সবাজারমুখী বাসের ধাক্কায় লাশ হয়ে ফিরল জসিম টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা উদ্ধার পালিয়ে আসা সেনা ও বিজিপি সদস্যদের ফেরত নিলো মিয়ানমার উখিয়ায় দুর্যোগ প্রস্তুুতি ও সাড়াদান বিষয়ক সভায় অনুষ্ঠিত
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পালস-এর উদ্যোগে “বর্ণবাদ-শান্তি ও সম্প্রীতির অন্তরায়” বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক শান্তি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ান এইড-এর অর্থায়নে, ব্রাক-এর সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা পালস (প্রোগ্রাম ফর হেল্পলেস এন্ড লেগড সোসাইটিস) কর্তৃক “রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্প” এর উদ্যোগে থাইংখালী উচ্চ বিদ্যালয় ও থাইংখালী দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে র‍্যালী ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “বর্ণবাদ-শান্তি ও সম্প্রীতির অন্তরায়”।

থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

অনুষ্ঠানে মডারেটর-এর দায়িত্ব পালন করেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন এনজিও পালস-এর রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ খায়রুল আলম।

বক্তব্য রাখেন এনজিও পালস-এর রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শফিকুল ইসলাম খান, এনজিও পালস-এর রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফারজানা আক্তার বিজলী, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর, থাইংখালী উচ্চ বিদ্যালযের শিক্ষক রোকসানা বেগম,থাইংখালী দাখিল মাদ্রাসার শিক্ষক ওয়াইদুল্লাহ, উখিয়া প্রেস ক্লাবের সদস্য আবদুল্লাহ আল আজিজ।

এই বিতর্ক প্রতিযোগিতায় ‘বর্ণবাদ-শান্তি ও সম্প্রীতির অন্তরায়’ নিয়ে প্রতিযোগীরা বিভিন্ন তথ্য তুলে ধরেন। দুটি দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার বিষয়ের বিপক্ষে অবস্থানকারী দলকে বিচারকগণ বিজয়ী ঘোষণা করে।
বিজয়ী দলে বক্তা হিসেবে ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী (দলনেতা) আয়েশা সিদ্দিকা হ্যাপি, আবদুল্লাহ আল ফাহিম ও মোঃ রায়হান উদ্দিন।
রানার্স আপ দলে বক্তা হিসেবে ছিলেন, থাইংখালী দাখিল মাদ্রাসার ছাত্র (দলনেতা) এরশাদ উল্লাহ,ছাত্রী উম্মে সালমা, আসরাব বিন মালেক।
বিতর্ক প্রতিযোগিতায় থাইংখালী উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার তিনজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করেন।

উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের প্রত্যেক মানুষকে অসহিংসতা অনুশীলনের মাধ্যমে শান্তির আদর্শগুলো শক্তিশালী করার জন্য এগিয়ে আসতে হবে।আমাদের ক্ষুদ্র ও পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর প্রতি অবজ্ঞা বা ঘৃণামিশ্রিত বক্তব্য দেওয়া এবং সহিংসতা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। আমাদের একত্রে জাতিবৈষম্য আচরণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং জাতিবৈষম্য বিরোধী প্রচারণা অব্যাহত রাখতে হবে। আমাদের মধ্যে বিদ্যমান সম্প্রীতির বন্ধনকে আরো শক্তিশালী করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন,বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ অর্জন কখনোই সম্ভব হবে না। বিশ্বকে একটি পরিবার মনে করে সবাইকে কাজ করতে হবে। ধনী-দরিদ্র, উন্নত-অনুন্নত দেশের ভেদাভেদ ভুলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বকে সাজাতে হবে। তাই জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে পৃথিবীর সব দেশের মানুষ পরস্পরকে শ্রদ্ধা করতে হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তাই কারো দিকে তাকিয়ে না থেকে আসুন আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখি, আমাদের কণ্ঠকে সোচ্চার করি। একদিন অবশ্যই সবার এই সম্মিলিত প্রচেষ্টা সাফল্য বয়ে আনবে, একটি শান্তির পৃথিবী প্রতিষ্ঠিত হবে..ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন জ্ঞানমূলক তথ্য প্রদান করেন এবং শিক্ষার্থীরা যাতে এই চর্চা অব্যাহত রাখে সে বিষয়ে উৎসাহ দেন।

প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে ক্রেষ্টসহ বিভিন্ন পুরস্কার বিতরন করেন বির্তক প্রতিযোগীতার প্রধান অতিথি সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার। এছাড়া বিজয়ী দলের আয়েশা সিদ্দিকা হ্যাপি শ্রেষ্ঠ বক্তার পুরস্কার প্রদান করা হয়।

পরিশেষে অনুষ্টানের সভাপতি কমরুদ্দিন মুকুল তার বক্তব্যে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ও তাঁর বিদ্যালয়কে ভেন্যু হিসেবে ব্যবহার করার জন্য পালস কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে এরকম শিক্ষণীয় অনুষ্ঠান আয়োজন করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে এনজিও পালস-এর উদ্যোগে সোনার পাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ে বির্তক প্রতিযোগিতা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে সোনারপাড়া উচ্চ বিদ্যায়ল দল জয়লাভ করেন। এছাড়াও কানজর পাড়া উচ্চ বিদ্যালয়েও পালসের উদ্যোগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আরো খবর: