রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্মার্ট বাংলাদেশ : সংকটে প্রান্তিক ইন্টারনেট সেবাদাতারা

আরাফাত-উর-রহমান জিহান চেীধুরী
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

প্রযুক্তির বদৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়।বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন এবং আধুনিকায়ন সহজতর করেছে মানুষের জীবনকে।শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগ বাংলাদেশকে বিশ্বের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ তথা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সুফল পাচ্ছে।তার প্রমান বিশ্বকে থমকে দেওয়া অতিমহামারি করোনা ভাইরাস মোকাবেলায় রয়েছে অভাবনীয় সফলতা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় ডিজিটালাইজেশনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্নের অগ্রযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল উপকরণ কিংবা বিষয় হচ্ছে সন্দেহাতীতভাবে ইন্টারনেট।বর্তমানে ইন্টারনেটবিহীন এক সেকেন্ড ও কি চিন্তা করা যায়!

১৯৯১ ও ১৯৯৪ সালে বাংলাদেশের জন্য বিনা খরচে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের(সাবমেরিন ক্যাবেল) সাথে সংযুক্তির প্রস্তাব ছিলো।কিন্ত আফসোসের বিষয় হচ্ছে যে,তৎকালীন বিএনপি সরকার “তথ্য ফাঁসের” অজুহাতে এই প্রস্তাব প্রত্যাখান করেন।পরবর্তীতে সর্বপ্রথম ১৯৯৬ সালে জাতির পিতার কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের শুরুতেই কৃত্রিম উপগ্রহ নির্ভর ভি-স্যাট প্রযুক্তির মাধ্যমে প্রথম দেশে সবার জন্য উন্মুক্ত ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়।তখন ব্যবহারকারীরা ডায়াল-আপ পদ্ধতিতে ইন্টারনেটে সংযুক্ত হতো।শুরুতে শুধুমাত্র ৬৪ কেবিপিএস ইন্টারনেট দিয়ে যাত্রা শুরু হয়।যার জন্য ভি-স্যাটের মাসিক ভাড়া ছিল ১০ হাজার মার্কিন ডলার।দীর্ঘ সময়ের পর ২০০৬ সালের ২১ শে মে সাবমেরিন ক্যাবল সি-মি-উই -৪ এর সাথে কক্সবাজার জেলা শহরের ঝিলংজা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে যুক্ত হয় বাংলাদেশ।যার সক্ষমতা ৩০০ জিবিপিএস।পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারী বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবেল সি-মি-উই-৫ এর সাথে পটুয়াখালীর কলাপাড়ার ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে যুক্ত হয়।যা প্রথমবারের থেকে ৬ গুণ বেশি ১৮০০ জিবিপিএস সক্ষমতার।বাংলাদেশে ২০১২ সালে থ্রিজি এবং ২০১৮ সালে ফোরজি চালু হয়।বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন( বিটিআরসি) এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৬১ লাখের ও বেশি।যার মধ্যে মুঠোফোন ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ডে ১ কোটি ২০ লাখের বেশি।

বিটিআরসি গ্রাহক পর্যায়ে ইস্টারনেট সেবা প্রদানের জন্য জাতীয়,বিভাগীয়,জেলা,উপজেলা কিংবা থানা পর্যায়ে চার ধরনের লাইন্সেসের অনুমোদন দেয়।আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানরা এনটিটিএন( ন্যাশনাল টেকনিক্যাল ট্রান্সফার নেটওয়ার্ক) এর সহায়তায় উল্লেখিত চার ধরনের প্রতিষ্ঠানকে ইন্টারনেট সেবা প্রদান করে।পরবর্তীতে এই চার ধাপের ব্যবসায়ীগণ গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে থাকে।কিন্ত হতাশাজনক সত্য হচ্ছে,ব্রডব্যান্ড অবকাঠামোতে উপজেলা কিংবা থানা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীদের নানান সীমাবদ্ধতা,সমস্যা ও প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে।

বর্তমানে এ পেশায় দক্ষ জনবলের অভাব রয়েছে।এ খাতে ইন্জিনিয়ার,কাস্টমার সাপোর্ট ইন্জিনিয়ার,ফাইবার টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে দক্ষ কর্মীর দরকার হয়।বাংলাদেশের সাধারণ কিংবা ভোকেশনাল শিক্ষা কারিকুলামে বাস্তবমুখী এই ধরনের প্রযুক্তিগত কোন বিষয় বা ডিসিপ্লিন এখনও চালু হয়নি।কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই সব বিষয়ে কোর্স চালু করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল্য।যার ফলে দক্ষ জনবলের অভাবে গ্রাহক পর্যায়ে গুনগত মানের ইন্টারনেট সেবা পৌছাঁনো সম্ভব হচ্ছে না।এতে নানা সময় প্যাকেট কিংবা পিং লসের কারনে ব্যান্ডউইথ অপচয় হয়ে থাকে।দক্ষ জনবল তৈরি করা গেলে এ খাতে প্রচুর শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।এতে এ খাতের উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা যেমন বাচঁতো,ঠিক তেমনি দেশের বাইরে ও এই খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল রপ্তানি করা সম্ভব হতো।এতে বিদেশ হতে প্রচুর রেমিটেন্স আসার খাত সৃষ্টি হতো।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী কোন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পপ,ম্যাক,ডিশ ব্যবসায়ী অর্থাৎ রিসেলার কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা সম্পূর্ণ অবৈধ।কিন্ত দেশের কিছু অসাধু ইন্টারনেট ব্যবসায়ীর কারণে বিভিন্ন জেলা এবং উপজেলাতে এর প্রেক্ষাপট ভিন্ন।ব্যাঙের ছাতার মত অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীর দ্বারা বাঁধাগ্রস্ত হচ্ছে বৈধ উপজেলা বা থানা পর্যায়ে লাইন্সেসধারী ইন্টারনেট ব্যবসায়ীরা।কিছু অসাধু ইন্টারনেট ব্যবসায়ী প্রচুর মুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী সৃষ্টি করছেন,কিন্ত দিনের শেষে তাদেরও মুনাফার প্রাপ্তি শূন্য।আইনের বিধি নিষেধ সত্ত্বেও কিছু ডিশ ব্যবসায়ী ইন্টারনেট ব্যবসায়ে যুক্ত হবার কারণে উপজেলা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরা সঠিক সংযোগ ফি থেকে ও বঞ্চিত হচ্ছেন।পাশাপাশি অধিক মুনাফার আশায় অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীরা গ্রাহকদের যথাযথ ও গুনগত ইন্টারনেট সেবা দিচ্ছে না।এতে একদিকে যেমন গ্রাহকরা ঠকছে,অপরদিকে প্রচুর রাজস্ব হারাচ্ছে সরকার।বিটিআরসি’র কার্যালয় আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে।তাই সংগত কারণে মাঠ পর্যায়ে ইন্টারনেট কার্যক্রম দেখভাল বা তদারকি করা তাদের পক্ষে অনেকাংশে অসম্ভব।পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃংখলা বাহিনীর নিকট অবৈধ ব্যবসায়ীদের দমনে সুস্পষ্ট তেমন কোন দিক নির্দেশনা কিংবা বিধি বিধান নেই।পাশাপাশি (রিসেলার) গ্রাহকদের তথ্য ও লগ সার্ভার সংরক্ষণে অধিকাংশ সময় উদ্যোগ নেন না।এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ার আশংকা রয়েছে।

বাংলাদেশে অধিকাংশ আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান কিংবা ব্যাংকসমূহ তথ্য প্রযুক্তির বিভিন্ন খাতে অর্থলগ্নী করলেও ইন্টারনেট সেবা খাতে আগ্রহী না।ফলে এখনো প্রয়োজনীয় পুঁজির অভাবে মাঠ পর্যায়ে ব্রডব্যান্ড অবকাঠামো যথেষ্ট দূর্বল।
গ্রাহক সচেতনতার অভাবে ও ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বাঁধাগ্রস্ত হচ্ছে।দুইধরনের সেবা গ্রাহকদের প্রদান করা হয়।তা হলো ডেডিকেটেড এবং শেয়ারড।ইন্টারনেট জগতে ডাটা আদান প্রদান হয় বিট এককে। অর্থাৎ ১ এমবিপিএস(মেগাবিট) হচ্ছে ১২৮ কেবিপিএসরে(কিলোবাইট) সমান।উদাহরণ স্বরূপ- যদি একজন গ্রাহক ডেডিকেটেড ৫ এমবিপিএস সংযোগ নেন তিনি প্রতি সেকেন্ডে ৬৪০(১২৮*৫) কেবিপিএস করে ডাউনলোড কিংবা আপলোড ব্যান্ডউইথ গতি পাবেন।অপরদিকে শেয়ার্ড সংযোগ গুলো বিভিন্ন রেশিও তে হয়।যদি ১:৮ হলে ৮০(৬৪০/৮) কেবিপিএস হতে ৬৪০ কেবিপিএস পর্যন্ত ডাউনলোড এবং আপলোড ব্যান্ডউইথ গতি পাবেন।কিন্ত অধিকাংশ গ্রাহক নিজের ব্যবহার চাহিদা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ নিতে আগ্রহী নয়।অনেক গ্রাহক ৫০০ টাকার ৫ এমবিপিএস নিয়ে অত্যাধিক ডিভাইস ব্যবহার করতে চান।যার ফলে উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা মুনাফা প্রাপ্তি তো দূরের কথা বরং বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবার ব্যপারে সন্দিহান।ব্যান্ডউইথ সীমাবদ্ধতার এই সুযোগটুকু অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীরা নিয়ে থাকেন।গ্রাহকদের নানা লোভনীয় প্যাকেজ বা অফার দিয়ে আকৃষ্ট করে।এতে উপজেলা পর্যায়ের বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়ছে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা বাংলাদেশে ও সৃষ্টি হয়েছে।গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলে প্রচুর শিক্ষিত বেকারের এ সুবিধা গ্রহণ করার সুযোগ রয়েছে।উপজেলা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গুনগত মানের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে পারে,যা ফ্রিল্যান্সিংয়ের মূল চালিকাশক্তি।এ খাতের যথাযথ ব্যবহার করে বেকার যুবকেরা উপকৃত ও স্বাবলম্বী হতে পারে।এতে যেমন বেকারত্ব কমবে,তেমনি প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশে উপজেলা পর্যায়ে দুই হাজারের ও অধিক লাইন্সেসধারী ব্যবসায়ী রয়েছে।যাদের অধিকাংশই অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের অপকান্ড ও দক্ষ জনবল সংকটের কারণে নানা সমস্যার সম্মুখীন হয়ে হিমশিম খাচ্ছেন।সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা ব্যবসাতে মুনাফা তো দূরের কথা,বিনিয়োগ টুকু ফেরত পেলেই খুশি।আমি নিজেও চেষ্টা করছি ব্যবসা বিক্রি করে দিতে।কারণ এ খাতে অসংখ্য সমস্যার যে কালো ছায়া প্রতিনিয়ত ভর করছে,তাতে পরবর্তীতে ব্যবসা বন্ধ করা করা ছাড়া কোনো বিকল্প থাকবেনা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের লক্ষ্যে দেশে ২৮ টি হাইটেক পার্ক সম্পন্ন কিংবা চলমান রয়েছে।যা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক।আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার যথাযথ ও সময়োপযোগী উদ্যোগ নিয়ে উপজেলা বা থানা পর্যায়ের লাইন্সেসধারী ইন্টারনেট ব্যবসায়ীদের ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করতে পারেন।যথাযথ হস্তক্ষেপ এবং দিক নির্দেশনার ফলে একদিকে ব্যবসায়ীরা যেমন বাচঁবেন,অপরদিকে গ্রাহকদের কাছে ও গুনগত মানের ইন্টারনেট সেবা সহজলভ্য হবে,প্রচুর মানুষের কর্মসংস্থান হবে,সরকারের রাজস্ব ও রেমিটেন্স আয় বাড়বে ও জাতীয় নিরাপত্তার হুমকি হ্রাস পাবে।

অনেক সমস্যা-সংকটের পরেও আমরা আশায় বুক বাঁধি।বাংলাদেশের প্রতিটি এলাকা ইন্টারনেট প্রযুক্তির আওতায় এসে একদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে ডিজিটালাইজেশন’র মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্মার্ট বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নেতৃত্বের আসন নিবে।বাংলাদেশ রূপান্তরিত হবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে।বিশ্বের বুকে তথ্য প্রযুক্তি সহ সকল খাতে বাংলাদেশ হবে একটি রোল মডেল।

লেখক:
আরাফাত-উর-রহমান জিহান চৌধুরী
স্বত্ত্বাধীকারী,মেসার্স এস.জে এন্টারপ্রাইজ (ডাক ও টেলিযোগাযোগ পদক ২০২৩ প্রাপ্ত-উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানের জন্য);
সাবেক প্রভাষক,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ।


আরো খবর: