মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নারীদের কেউ দাবায়ে রাখতে পারবেনা: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেট: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এগিয়ে যাবোই। নারীদের পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতা। যত বাধাই আসুক, আমরা হার মানবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধার করেই বলি, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করবো।’

তিনি বলেন, ‘‘আজকে আমাদের মেয়েরা কী অসাধারণ সাফল্য দেখাচ্ছে। ফুটবলে আমাদের মেয়েরা মাতিয়ে যাচ্ছে। ক্রিকেটেও তাই করছে। কাজেই আমাদের মেয়েদের নিয়ে আমরা গর্বিত। যেকোনও সমাজে নারীর যদি অগ্রগতি না হয়, সে সমাজ কখনও এগুতে পারে না। কাজেই নারী-পুরুষ উভয়ের সমান তালে এগিয়ে যাওয়ার বিশ্বটি আমরা চাই, সেই বাংলাদেশও আমরা চাই। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, এই নারীদের অনুপ্রেরণা দিতে ও সাফল্যের স্বীকৃতি দিতে ‘অনন্যা’র একটি বিশেষ অবদান আছে। সে কারণেই অনন্যা অনন্য।’’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘পাক্ষিক অনন্যা শীর্ষ দশ সম্মাননা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমাদের নারীরা আজকে প্রতিটি ক্ষেত্রেই যে কাজ করার সুযোগ পাচ্ছেন, তার কারণ হচ্ছে— সরকার আইন ও নীতিমালা করে নানা সহযোগিতা দিয়ে একটা সুযোগ তৈরি করছে। যারা সংগ্রাম করে পথ তৈরি করে নিচ্ছেন, অন্যদের সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে সবার পক্ষ থেকে অভিবাদন জানাই।’

উল্লেখ্য, দেশের আলোচিত নারী ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতি নারীকে সম্মাননা প্রদান করে আসছে। এ বছরও অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেওয়া হচ্ছে। অনন্যা’র শীর্ষ দশ সম্মাননার এটা ২৭তম আসর


আরো খবর: