রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে


প্রিটোরিয়া, ০৭ মে – দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন ধসে ২ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে আরও কমপক্ষে ৫৩ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। ওয়েস্টার্ন কেপ টাউনের পূর্ব উপকূলীয় জর্জ শহরে স্থানীয় সময় সোমবার বিকেলে ভয়াবহ এ ঘটনা ঘটে। খবর এপির

সোমবার যখন ভবনটি ধসে পড়ে তখন সেখানে ৭৫ নির্মাণ শ্রমিকের একটি দল উপস্থিত ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই জানিয়েছেন, হঠাৎ করে একটি আওয়াজ পান। আর তারপরেই পুরো ভবনটি ধসে পড়ে, একেবারে মাটিতে মিশে যায়। চারিদিকে ধুলো উড়তে থাকে।

মঙ্গলবার এক বিবৃতিতে শহরের পৌরসভা কর্তৃপক্ষ বলেছে,ধ্বংসস্তূপের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জীবিতদের সন্ধানে শহরটিতে উদ্ধারকর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

সূত্র: সমকাল
আইএ/ ০৭ মে ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে first appeared on DesheBideshe.



আরো খবর: