শিরোনাম ::
টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার মিয়ানমারে গৃহযুদ্ধের প্রভাব বাংলাদেশে : ঢাকায় সিবিআইএফের আন্তর্জাতিক সংলাপ ঈদগাঁও’র পাঁচ ইউপি’র নির্বাচন রবিবার পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থী রুমানা’র জনসংযোগ পেকুয়ায় জেল থেকে ফিরে বাদীকে উলঙ্গ করে মারধর,আহত-৩ পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন চকরিয়ায় আবদুর রহমান খুনের মামলার ৭ আসামি ফেনীর মহিপাল থেকে গ্রেফতার টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলু ডাকাত গ্রেপ্তার টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ র‌্যাবের অভিযানে মাদক মামলার পরোয়নাভুক্ত দুই আসামী গ্রেফতার
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ইতোপূর্বে অগ্নিকাণ্ডের ঘটনায় বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্ত মোট ২৪ গরীব পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা তুলে দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার বলেন, গতমাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পুড়ে যাওয়া ১৩টি পরিবার, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ৯টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ওইসময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার ও শীতের কম্বল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে চকরিয়া উপজেলা পরিষদের অধীনে সরকারি বরাদ্দে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১লাথ ৪৪ হাজার টাকা অর্থ সহায়তা হিসেবে বিতরণ করেছেন।


আরো খবর: