শিরোনাম ::
ঈদগাঁও’র পাঁচ ইউপি’র নির্বাচন রবিবার পেকুয়ায় চেয়ারম্যান প্রার্থী রুমানা’র জনসংযোগ পেকুয়ায় জেল থেকে ফিরে বাদীকে উলঙ্গ করে মারধর,আহত-৩ পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন চকরিয়ায় আবদুর রহমান খুনের মামলার ৭ আসামি ফেনীর মহিপাল থেকে গ্রেফতার টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলু ডাকাত গ্রেপ্তার টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ র‌্যাবের অভিযানে মাদক মামলার পরোয়নাভুক্ত দুই আসামী গ্রেফতার টেকনাফে পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার-৬ পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুমানার গনসংযোগ ও মতবিনিময় সভা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী মহাসচিব

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব মিসেস কানি উইগনারাজা”র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১১ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০টার জাতিসংঘের প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ১৭ নং, ২০ নং ক্যাম্পের (এক্সঃ),ক্যাম্প -৪ (এক্সঃ) এবং কুতুপালং রেজিস্টার ক্যাম্প পরিদর্শন করেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহকারী প্রশাসক, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং জাতিসংঘের সহকারী মহাসচিব মিসেস কানি উইগনারাজা”র নেতৃত্বধীন ৬ সদস্যের প্রতিনিধি দলের অন্য ৫ সদস্য হচ্ছেন ইউএনডিপি বাংলাদেশ’র আবাসিক প্রতিনিধি স্টেলান লিলার, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, ইউএনডিপি কক্সবাজার সাব-অফিস প্রধান কেস্তা সুগিমোতো, ইউএনডিপি বাংলাদেশ’র হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম ও ভিডিওগ্রাফার কনসালটেন্ট রাগীব আহসান শামরাত।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটির সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান।

১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মোঃ ইকবাল জানান, জাতিসংঘের প্রতিনিধ দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লকঃ সি, সাব-ব্লকঃ এইচ/৭১-এ অবস্থিত ইউএনএইচসিআর এবং এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্পের মর্ডান ভিলেজ এবং রোহিঙ্গা ক্যাম্প-২০(এক্স) ব্লকঃ এস/৪ সাব-ব্লকঃ বি/৭- এ অবস্থিত এনজিও সংস্থা ব্রাক পরিচালিত ব্রাক ল্যান্ডফিল, রোহিঙ্গা ক্যাম্প -৪,ব্লক :বি, সাব ব্লক : বি/৫ এ অবস্থিত আইইউসিএন পরিচালিত ইনভায়রনমেন্ট প্রোটেকশন এন্ড ন্যাচার বেইসড সল্যুশন অ্যাক্টিভিটিজ সেন্টার , ক্যাম্প ৪(এক্স), সি আই সি অফিস, ক্যাম্পঃ ৪ ব্লকঃ এ, সাব ব্লকঃ এ/১১ অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার সপ , কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন ” এনজিও ফোরাম” পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শন কালে সেখানে থাকা কর্মকর্তা- কর্মচারিদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন।

তারা বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেলটার গুলো ঘুরে দেখেন ও সাধারন রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে খোঁজ খবর নেন। কক্সবাজারের উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জাতিসংঘের প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ২ টার সময় কুতুপালং বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
###


আরো খবর: