রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি::

পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা।

১৩ নভেম্বর বুধবার সকালে বান্দরবান সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপম্যান্ট ইন সিএইচটি , ইউএনডিপি সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার খুশি রায় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ জিলহাস উদ্দিন, ইউএনডিপির জেলা কর্মকর্তা সিংমেপ্রু মারমা, ইউএনডিপির সদর উপজেলা শিক্ষা সহায়ক কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আর এই সমস্ত দুর্গম পার্বত্য এলাকাগুলোর মধ্যে নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য ইউএনডিপি সহ অন্যান্য সহযোগী সকল সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভবিষ্যতেও যাতে এ ধরনের সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগণ শিক্ষা চিকিৎসা সকল ক্ষেত্রে এগিয়ে আসতে পারে সেজন্য পার্বত্য বান্দরবানের সকল সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।


আরো খবর: