বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৯ হাজার ইয়াবা নিয়ে টেকনাফের স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তাঁরা পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গত সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার তালটিয়া সাকিন এলাকায় রাস্তায় মাদক বিক্রির খবরে অভিযান চালায় ডিবি। এ সময় মকবুলকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান ইয়াবা জামিল ও বিলকিসের কাছ থেকে কিনেছেন।

পুলিশের এই সহকারী কমিশনার আরও জানান, মকবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তালটিয়া সাকিন জামান ফিলিং স্টেশনের সামনে থেকে জামিল ও তাঁর স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামিলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা ও বিলকিসের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে পূবাইল থানা এলাকায় বিক্রি করছিলেন। তাঁদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করা করা হয়েছে।


আরো খবর: