শিরোনাম ::
ঘুমধুম সীমান্তে ইয়াবা নিয়ে বাংলাদেশি-রোহিঙ্গাসহ ৪ মাদক চোরাকারবারি আটক মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর!
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৮১-তে অমিতাভ বচ্চন – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
৮১-তে অমিতাভ বচ্চন - DesheBideshe


মুম্বাই, ১১ অক্টোবর – বলিউডের শাহেনশাহ মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন আজ বুধবার। বয়স ৮১ পেরিয়ে ৮২ বছরে পা দিয়েছেন হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা এই অভিনেতা। ১৯৪২ সালের ১১ অক্টোবর তার জন্ম হয় ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারে।

অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈসলাবাদের (এখন পাকিস্থানে) এক শিখ-পাঞ্জাবী। তাদের পদবী ছিল শ্রীবাস্তব। কিন্তু অমিতাভের বাবা নিজের লেখা প্রকাশ করার সময় যে ছদ্ম-পদবী বচ্চন ব্যবহার করতেন, সেই পদবীটিই তিনি সব জায়গায় ব্যবহার করতে শুরু করেন।

পরবর্তীতে এই বচ্চন পদবী নিয়েই অমিতাভ বচ্চন প্রথম সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন এবং তার পরিবারের সবাই বাইরের জগতে এই একই পদবী ব্যবহার করেন। বলিউড মেগাস্টারের ৮২তম জন্মদিনে ইতোমধ্যে শুভেচ্ছার বন্যায় ভেসে গেছে তার টুইটার অ্যাকাউন্ট।

১৯৬৯ সালে অমিতাভ বচ্চন চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন ‘সাত হিন্দুস্তানি’ নামে একটি সিনেমার মাধ্যমে। সেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। সেই থেকে শুরু, আর একবারের জন্যও পেছন ফিরে তাকাতে হয়নি এই মহাতারকাকে।

ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। সেরা অভিনেতা বিভাগে পেয়েছেন পাঁচটি ফিল্মফেয়ার, চারটি জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকার অমিতাভ বচ্চনকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, ২০০১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ এবং ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করে।

বিশ্ব চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের অনন্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করে।

ব্যক্তিগত জীবনে অমিতাভ বচ্চন অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে বিবাহিত। তাদের দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। বাবার মতো অভিষেক বচ্চনও বলিউড অভিনেতা। অভিষেক বিয়ে করেছেন অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে। তাদের এক মেয়ে আরাধ্যা।

আইএ/ ১১ অক্টোবর ২০২৩





আরো খবর: