বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৫০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী উখিয়া থানা পুলিশের জালে!

ইমরান আল মাহমুদ,উখিয়া
আপডেট: শুক্রবার, ১ জুলাই, ২০২২

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ায় ৫০হাজার পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। সাথে সিএনজি ও মোবাইল সেট জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার(৩০ জুন) রাতে মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা কুতুপালং ক্যাম্প-১ ওয়েস্ট সি-১ ব্লকের আবু ছৈয়দ(২০)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খেওয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার দুজন হলো, হলদিয়া পালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আলী আহাম্মদের ছেলে শাহেদ মিয়া(২৫) ও মো. কাশেম প্রকাশ রাজা মিয়ার ছেলে মো. আকরাম(১৯)।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


আরো খবর: