দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মুছা কলিম উল্লাহ নামের এক যাত্রী বলেন, ট্রেন বন্ধ থাকার কারণে আমরা গুরুত্বপূর্ণ কাজে ঢাকা-চট্রগ্রাম যেতে পারেনি। নিরূপায় হয়ে সড়ক পথে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় এখন শঙ্কামুক্ত হলাম।
প্রসঙ্গত: নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল