শিরোনাম ::
দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের


ওয়াশিংটন, ২৫ এপ্রিল – জো বাইডেন ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তাঁর বয়স ৮০। ২০২০ সালে দায়িত্ব নিয়েই তিনি সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্টের তকমা পেয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে দায়িত্ব ছাড়ার সময় তাঁর বয়স হবে ৮৬ বছর।

এ বয়সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন জো বাইডেন। এ জন্য ২৫ এপ্রিল তথা মঙ্গলবারকে বেছে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। কারণ ২০১৯ সালের এই দিন তিনি তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণা দিয়েছিলেন।

যদিও হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় নির্বাচনের ঘোষণার বিষয়ে কিছু বলেনি। কিন্তু একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিতে পারেন বাইডেন।

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে তিন মিনিটের একটি ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, ‘আমি যখন চার বছর আগে যখন প্রেসিডেন্ট পদের জন্য লড়াই শুরু করেছিলাম, তখন আমি বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ শুরু করেছি। এখনও আছি।’

এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। তাই আবারও বাইডেন-ট্রাম্প জুটির লড়াই দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ এপ্রিল ২০২৩





আরো খবর: