বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

২ দিনের মধ্যে যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩


ঢাকা, ১৪ জুলাই – সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাত মাসেও বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটিহয়নি। এমন পরিস্থিতিতে আগামী দুই দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে উদ্দেশ্য করে কমিটির খবর জানতে চান ওবায়দুল কাদের। এ সময় আগামী রোববারের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সংগঠনটির দুই শীর্ষ নেত্রীকে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বলেন, সাধারণ সম্পাদক আমাদের কমিটি জমা দিতে বলেছেন।

এর আগে, ২০২২ সালের ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ জুলাই ২০২৩


আরো খবর: