অস্ত্র ও ডাকাতি মামলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার মারুফ হোসেন ইকবালের সাজা হয়েছিলো ১৭ বছর। সে সাজা এড়াতে তিনি পালিয়ে ছিলেন ১৮ বছর, পরিবর্তন করেছিলেন নাম, ঠিকানা।
তবে শেষ রক্ষা হয়নি। ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে ঢাকার কলতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে তাকে মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত ইকবাল উপজেলার ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা এসআই আল মামুন জানান, ময়মনসিংহ জেলায় একটি ডাকাতির ঘটনায় ২০০৪ সালে অস্ত্র ও ডাকাতির মামলা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পর থেকেই আত্মগোপনে ছিল ইকবাল। এরমধ্যেই ২০০৬ সালে ওই মামলার রায়ে ইকবালকে ১৭ বছরের সাজা দেয় আদালত। সাজা এড়াতেই গত ১৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ইকবাল।
এসআই আল মামুন আরও জানান, গত একবছর যাবত তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছিলাম, তবে খুঁজে পাচ্ছিলাম না। এনআইডি কার্ডের নাম, ঠিকানাও পরিবর্তন করে ফেলেছিলো সে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত হই। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কলতাবাজার থেকে তাকে আটক করতে সক্ষম হই। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
যমুনা টিভি অনলাইন