ইমরান আল মাহমুদ,উখিয়া:
বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১২তম দফায় চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করেছে ২হাজার ৯শ ৮২জন রোহিঙ্গা।
বুধবার(৯ মার্চ) দুপুরে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হতে ২৭টি বাস যোগে ১৪শ ৬৩জন রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহরের সামনে ও পেছনে রয়েছে কঠোর পুলিশী নিরাপত্তা। দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যায় ৩৫টি বাস যোগে ১হাজার ৫শ ১৯জন রোহিঙ্গা রওনা হয়।
এ নিয়ে সর্বমোট ১হাজার ৮ পরিবারের ২হাজার ৯শ ৮২জন রোহিঙ্গা ৬২টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বলে জানা যায়।