শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

 

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে এসেছে।

মঙ্গলবার বেলা ১২ নাগাদ হিমছড়ি বিচ পয়েন্টের আগে তিন নাম্বার ব্রীজ এলাকায় লাশটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম জানান তিনি ঝিনুক কুড়ানোর সময় বেলা ১২ টার দিকে জোয়ারের সময় লাশটি ভেসে আসতে দেখে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে।

খবর জানতে পেরে পুলিশ এবং সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের আলামত সংগ্রহ করা হয়। লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।

ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২২-২৩ বছর। তার কাঁধে একটি কালো ব্যাগ ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ,শার্ট ও সুয়েটার। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।


আরো খবর: