ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দেশের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলের শিকার হন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতা ও এমন বিষয়গুলো নিয়ে ভক্তদের সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু কথা পোস্ট করেছেন এই নায়িকা। দিয়েছেন শিক্ষণীয় বার্তা।
নিজের পেজ থেকে পোস্ট করা স্ট্যাটাসের শুরুতেই বর্ষা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়; যা কাম্য নয়।’
পোস্টের শেষ ভাগে নেতিবাচক ও তুচ্ছ বিষয়গুলোর গুরুত্ব বুঝিয়ে বর্ষা আরও লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।’
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী বর্ষার ২০১০ সালে স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর জলিলের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ডজনখানেক সিনেমায়। প্রথম ছবির পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ঘর আলো করে ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল ও ২০১৭ সালে আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান।
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪