শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘হয় তারা অথবা আমরা’ – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪


ঢাকা, ৩১ অক্টোবর – রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা। অপরাধীরা মোহাম্মদপুরের বসিলা, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা গার্ডেন সিটি, ৪০ ফিটসহ বিভিন্ন এলাকায় ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষের সব লুটে নিচ্ছে। এ অবস্থায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ছিনতাই প্রবণ চাঁদ উদ্যান এলাকায় এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, মোহাম্মাদপুর এলাকায় হয় ছিনতাকারীরা থাকবে, না হয় আমরা থাকব।

মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধের স্বর্গরাজ্য জানিয়ে ওসি ইফতেখার হাসান বলেন, ঢাকা শহরের শীর্ষ ১০ অপরাধীর তালিকা যদি করা হয়, তাহলে এরমধ্যে ৬ জনের জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদপুরে। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, অপরাধ নিমূলে আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে লোকবল ও পরিবহন দেওয়া হয়েছে। আমরা মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

সামাজিক সংগঠন ‘সেভ বিডি’র আয়োজনে এই পদযাত্রায় সংগঠনের সদস্য, স্থানীয় মানুষ এবং মোহাম্মদপুর থানা পুলিশ অংশগ্রহণ করেন।



আরো খবর: