ঢাকা, ১১ ফেব্রুয়ারি – হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলার দুই নম্বর আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মজিদ খানকে সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে হাজির করা হয়। তিনি ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আদালত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৫