বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্বাধীনতাবিরোধীদের দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
স্বাধীনতাবিরোধীদের দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত


নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিদেশে পালিয়ে থাকা স্বাধীনতাবিরোধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। যেসব দেশে তারা পালিয়ে রয়েছেন সেসব দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে। কিন্তু সহযোগিতা না পাওয়ায় ফেরানো সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।


হাছান মাহমুদ বলেন, একাত্তরে রাজাকার ও আলবদররা মিলে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।


তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেখানে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, একাত্তরে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি।





আরো খবর: