শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্বপ্নার পর অবসরের ঘোষণা সাফজয়ী কোচের

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩


ঢাকা, ২৬ মে – অবসরের যেন হিড়িক পড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সদস্যদের মধ্যে। আজ শুক্রবারই অবসরের ঘোষণা দেন নারী ফুটবল দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। তার কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দেন জাতীয় নারী দলের সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন।

গোলাম রব্বানী জানিয়েছেন, আগামী মাস থেকেই আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না তিনি। পরিবারকে সময় দেওয়া ও দলের প্রত্যাশায় চাপ বাড়ছে জানিয়ে অবসরের এই ঘোষণা দেন ছোটন।

এর আগে সকালে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন স্বপ্না। এরই মধ্যে বাফুফের ক্যাম্প ছেড়ে রংপুরে চলে গিয়েছেন তিনি। অবসরের পর পরিবারকে সময় দিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ২২ বছর বয়সী রংপুরের এই ফুটবলার।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৬ মে ২০২৩


আরো খবর: