শিরোনাম ::
থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক বছরে ৪৯ খুন! শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ দিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার কুতুপালংয়ে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থা। নিজ হাতে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৩০০ থ্রি পিস, ২০০ পাঞ্জাবি এবং ৫০০ জন উপকারভোগীকে চাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পর্যায়ক্রমে স্থানীয় ২৪ শ জনগোষ্ঠীকে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ দেন।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন। এ সময় স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো খবর: