সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে শিক্ষা প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ই ডিসেম্বর (সোমবার) ক্যাম্প ১৫ তে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে “Support to FDMN in Cox’s Bazar in Education and wash Sector, Phase-4 (Pooled Fund) প্রকল্পটির উদ্বোধন করা হয়।
প্রকল্পের এডমিন এবং ফাইনান্স অফিসার জসিম উদ্দিন এর সঞ্চালনায় ক্যাম্প ইনচার্জ দাউদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে শেখ বাবলুর রহমান প্রোগ্রাম কোঅর্ডিনেটর-ব্র্যাক, অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ক্যাম্প এডুকেশন কামাল উদ্দিন।
এইসময় সভাপতি ক্যাম্প ইনচার্জ দাউদ হোসাইন চৌধুরী বলেন, “ছোট শিশুদের শিক্ষা প্রদানে এই কার্যক্রম ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করছি।”
স্কাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেসমিন প্রেমা ম্যাডাম উক্ত প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রকল্পের কোঅর্ডিনেটর রাশেদুল ইসলাম।
এইসময় উপস্থিত ছিলেন, ক্যাম্পে কর্মরত বিভিন্ন সংস্থার শিক্ষা প্রকল্পের কর্মরত কর্মকর্তাবৃন্দসহ আইএনজিও, এনজিও’র প্রতিনিধিগণ।
উল্লেখ্য, GAC ও Australian Aid এর অর্থায়নে ব্র্যাকের কারিগরি সহায়তায় সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)
“Support to FDMN in Cox’s Bazar in Education and wash Sector,Phase-4(Pooled Fund)” নামক প্রকল্পটির বাস্তবায়ন করছে।