শিরোনাম ::
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সৈকতে গোসলে নেমে আহত এক পর্যটক!

মুহিবুল্লাহ মুহিব
আপডেট: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় আহত হয়েছেন এক পর্যটক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হচ্ছে।

ওই পর্যটকের নাম ফাহিম ওয়াজেদ। ২৩ বছরের ওই তরুণের বাড়ি সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আহত পর্যটকের মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। যার কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’

ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘সোমবার সকালে আমরা সবাই কক্সবাজার বেড়াতে আসি। মঙ্গলবার সকালে শ্যালক ফাহিমসহ সবাই সৈকতে গোসল করতে নামি। সে সময় পেছন থেকে জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পায় সে। আমরা তাকে সদর হাসপাতালে নেই। ডাক্তার দেখে তাকে ঢাকা নিতে বলেন।’

তিনি জানান, বিকেল সাড়ে চারটার ফ্লাইটে ঢাকায় নেয়া হচ্ছে ফাহিমকে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’


আরো খবর: