শিরোনাম ::
ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা আগা খানের জীবনাবসান শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও প্রদর্শন কর্মসূচি গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩ উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, এসআই প্রত্যাহার বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার আরো ৩৩ জনের শাস্তি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম টানা অনশনের পর পরীক্ষার কক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীরের শিক্ষার্থী
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ : পর্যটক আটকা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

জসিম সিদ্দিকী :

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় ৪ হাজার পর্যটক আটকা পড়েছে। ২০ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সকল প্রকার জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নং সতর্কতা সংকেত জারি হওয়ায় একদিনের জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হচ্ছে। এসময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০% ছাড় দিতে বলা হয়েছে। তিনি বলেন, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।

এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্টমার্টিনদ্বীপে প্রায় ৪ হাজার পর্যটক আটকা পড়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এই সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটক নিজ উদ‍্যোগে সেন্টমার্টিন ত‍্যাগ করার সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ” (স্কোয়াব) এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষ একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।


আরো খবর: