শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সুদহার বেড়ে ১৩ শতাংশ ছাড়াল

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪


ঢাকা, ২৯ ফেব্রুয়ারি – ব্যাংকগুলোর জন্য মার্জিন ২৫ শতাংশীয় পয়েন্ট কমানোর পরেও ১৩ শতাংশ ছাড়িয়েছে ঋণের সুদহার। আগামী মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণে সুদ নেবে ১৩ দশমিক ১১ শতাংশ।

ব্যাংকের সুদহার নির্ধারণে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার ব্যবহার করা হয়, যা ‘স্মার্ট’ নামে পরিচিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুরারি মাসের জন্য স্মার্ট রেট ৮ দশমিক ৬৩ শতাংশ থাকলেও– মার্চের জন্য তা ৯ দশমিক ৬১ শতাংশ করার ফলেই ব্যাংক ঋণের সুদহারে এই উত্থান হয়েছে। জানুয়ারিতে স্মার্ট রেট ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আগের ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ব্যাংকের জন্য সুদহারের করিডর ৩ দশমিক ৫০ শতাংশ করে। এই সমন্বয়ের ফলে মার্চে ঋণের সুদহার ১৩ দশমিক ৩৬ শতাংশ হচ্ছে না।

গত বছরের মার্চ থেকে ৯ শতাংশের বেশি হারে মূল্যস্ফীতি হয়েছে। উচ্চ এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে চলতি অর্থবছরে নীতি সুদহার একাধিকবার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে যা ৮ শতাংশে রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪


আরো খবর: