শিরোনাম ::
বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে ১৬৫ জন প্রধান উপদেষ্টাসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রচারণা মিথ্যা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সী আলিফ হোটেলে মা-মেয়ের মৃ*ত্যু, পলাতক স্বামী চট্টগ্রামে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকার সী আলিফ হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী সাগর দে’কে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগর থেকে তাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন।

তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক সাগর দে’কে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। এসময় তথ্যযুক্তির সাহায্য চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান নিহত সুমা দে’র স্বামীর নাম সাগর দে নয়। তার প্রকৃত নাম দুলাল বিশ্বাস। হোটেল বুকিং নেওয়ার সময় নিজের আসল নাম গোপন করে সাগর দে নামে এন্ট্রি করেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের চারতলার ১১ নম্বর কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যার দিকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। হোটেল রেজিস্ট্রারে নিহতের নারীর নাম সুমা দে ও স্বামীর নাম সাগর দে লিপিবদ্ধ ছিল এবং তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর পুকুরিয়ার বৈলগাঁ। ঘটনার পর থেকেই নিহত নারীর দুই পুত্রসহ পলাতক ছিলেন স্বামী সাগর দে।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানায়, গত ১৪ ফ্রেবুয়ারি দুই ছেলে, এক মেয়ে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন তারা। তখন থেকেই কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন। তবে দুপুর ২টার দিকে তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মেঝেতে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দিয়ে পুলিশ ডাকেন হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সন্ধ্যার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।


আরো খবর: