সিলেট, ২৯ জুন – পবিত্র ঈদুল আজহায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন। মহানগরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করেছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সিলেট মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে সিসিক।
সিসিকের পরিচ্ছন্ন ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান জানান, ২৪ ঘণ্টার আগেই পুরো মহানগর পরিচ্ছন্ন করা হয়েছে। পরিচ্ছন্ন করতে সিসিকের পরিচ্ছন্ন শাখার ৩২ শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন। মোট ৪২ ওয়ার্ডের পরিচ্ছন্নতা কাজে ১০টি টিম কাজ করেছে। বর্জ্য অপসারণের পরপরই জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও ছিটানো ও স্প্রে করা হবে।
১০টি টিমের কাজ তদারকি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান।
এছাড়া সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও এসব টিমের কাজ অনেক জায়গায় তদারকি করেছেন।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৯ জুন ২০২৩