শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিঙ্গাপুরে দুই দশকের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ২০২২ সালে

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩
সিঙ্গাপুরে দুই দশকের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ২০২২ সালে


After two student suicides over one October weekend, UNC students created a makeshift memorial on the Chapel Hill campus. Another student had died by suicide in September. (Ira Wilder/Daily Tar Heel)

সিঙ্গাপুর, ০২ জুলাই – সিঙ্গাপুরে ২০২২ সালে আত্মহত্যা করেছেন ৪৭৬ জন। ২০০০ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ। ২০২১ সালে দেশটিতে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৭৮। সেই হিসাবে এক বছরে আত্মহত্যার সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে, যা দেশটিতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

আত্মহত্যা প্রতিরোধে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সামারিটানস অব সিঙ্গাপুরের (এসওএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর- এএফপি

এসওএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মহত্যাকারীদের মধ্যে ১০ থেকে ২৯ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণের সংখ্যা বেশি। আর বয়স্কদের মধ্যে ৭০-৭৯ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি।

এসওএসের প্রধান নির্বাহী গ্যাসপার তান বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা, সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তাসহ নানা কারণে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা একটি জটিল সমস্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বৈশ্বিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সী কিশোর-তরুণদের যেসব কারণে মৃত্যু হয় তার মধ্যে চতুর্থ প্রধান কারণ আত্মহত্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বে বছরে সাত লাখের বেশি মানুষ আত্মহত্যা করে।

সূত্র: সমকাল
আইএ/ ০২ জুলাই ২০২৩





আরো খবর: