শিরোনাম ::
বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে ১৬৫ জন প্রধান উপদেষ্টাসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রচারণা মিথ্যা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিএমপিতে যুক্ত হচ্ছে আরও ৮ থানা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

১৯৭৮ সালের ৩০ নভেম্বর ছয়টি থানা নিয়ে গঠিত হওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়ন্ত্রণ করবে নতুন আরও আটটি থানা। বর্তমানে সিএমপির ১৬ থানার নিয়ন্ত্রণ থাকলেও পুলিশি সেবা সহজ করতে আরও ৮টি থানা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে জেলা পুলিশ থেকে কিছু এলাকা নিয়ে নিজের আয়তন বাড়িয়ে করা হয়েছে চারটি থানা, চারটি সিএমপির চারটি থানাকে ভেঙে আটটি করা হচ্ছে।

এরমধ্যে সিএমপির আওতাধীন এলাকায় থানা করার প্রস্তাব জনপ্রশসান মন্ত্রণালয় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর জেলা পুলিশের আওতাধীন এলাকা থেকে সিএমপি থানা করার প্রস্তাবটি বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নগরের চারপ্রান্তে জেলা পুলিশের আওতাধীন এলাকা নিয়ে চারটি থানা করে তা সিএমপিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা ও মদুনাঘাট এলাকা, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা এবং পটিয়ার কালারপোল এলাকা নিয়ে সিএমপির আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কমিটির একটি বৈঠক এ উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবটি বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পর যাচাই বাছাই করা হবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাস হলে আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ১১ নম্বর ফতেপুর ও ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন নিয়ে গঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা। একই থানার অধীনে থাকা ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা, ১৪ নম্বর শিকারপুর, ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন নিয়ে মদুনাঘাট থানা। সীতাকুণ্ড মডেল থানা এলাকার ৮ নম্বর সোনাছড়ি, ৯ নম্বর ভাটিয়ারি ও ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গঠিত হবে ফৌজদারহাট থানা এবং পটিয়া থানাধীন ৪ নম্বর কোলাগাঁও, ৫ নম্বর হাবিলাসদ্বীপ, ৬ নম্বর কুসুমপুরা ও ৭ নম্বর জিরি ইউনিয়ন নিয়ে কালারপোল থানা।

এছাড়া সিএমপির উত্তর বিভাগে ‘মোহরা থানা’, পশ্চিম বিভাগে ‘কাট্টলী থানা’, বন্দর বিভাগে ‘বঙ্গবন্ধু টানেল উত্তর থানা’ ও ‘বঙ্গবন্ধু টানেল দক্ষিণ থানা’ করার প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে এসব থানার কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।


আরো খবর: