মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে কোন ১০জনের নাম জমা দিচ্ছে আজ!

ডেস্ক নিউজ
আপডেট: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত ১০ জনের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেবে সার্চ কমিটি। সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তালিকা জমা দেয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শেষ বৈঠকে ১০ জনের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। চূড়ান্ত ১০ জনের তালিকা হাতে পেলে সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

এর আগে, নাম প্রস্তাবের জন্য চার দফায় ৪৭ জন বিশিষ্ট নাগরিকের মতামত নেয়া হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পক্ষে তাদের বেশিরভাগের মতামত থাকলেও নাম প্রকাশ করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে তিন শতাধিক নাম পায় সার্চ কমিটি।

উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় ১৪ ফেব্রুয়ারি। এবারই প্রথম আইন অনুযায়ী গঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন।


আরো খবর: