ঢাকা, ১২ অক্টোবর – গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আপনারা মান্নান সাহেবের মতো নিরেট ভদ্র মানুষকে গ্রেপ্তার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন।’
আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।’