শিরোনাম ::
মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাংহাই সহযোগিতা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
সাংহাই সহযোগিতা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী


নয়াদিল্লি, ২৩ এপ্রিল – গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও নয়াদিল্লি সফরে আসছেন। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই প্রভাবশালী দেশের নয়াদিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, চলতি এপ্রিল মাসের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের (এসসিও) বৈঠক। সেই সূত্রেই ভারতে আসছেন দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

খবরে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ এপ্রিল সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠক। বৈঠকে ভারত, রাশিয়া ও চীনের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরও যোগ দেওয়ার কথা। তবে সশরীরে ভারতে আসছেন না পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন তিনি।

তবে বৈঠকে সরাসরি অংশ নিতে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আগামী ২৭ এপ্রিল ভারতে আসছেন। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পশ্চিমাদের রুশ বিরোধিতাসহ অন্যান্য প্রেক্ষাপটে দুই প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে গত মার্চের প্রথম দিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ভারতের কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে কোয়াড জোট ও অন্যান্য ইস্যুতে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ এপ্রিল ২০২৩





আরো খবর: