সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সকালে থেকে ঢাকায় তুমুল বৃষ্টি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির শুক্রবার সকাল থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি। এ সময় বৃষ্টির পানিতে বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও পথচারীরা।


আরও পড়ুন: সরকার কোটা সংস্কার করতে পারবে


শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকেই বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে সাপ্তাহিক ছুটির ফলে রাস্তাঘাটে মানুষজন কিছুটা কম। এতে বেশিরভাগ সড়কও ফাঁকা। তবে আজ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রয়েছে। এ জন্য সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এই পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।



অপরদিকে, দেশের সকল বিভাগেই শুক্রবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এ সময় তারা জানান, শুক্রবার সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে এ সময় মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। যার ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। এরপর শনিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।


আরও পড়ুন: শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে


আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। এ সময় বঙ্গোপসাগর-দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। এর ফলে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে।


অন্যদিকে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভারি বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ সময় পাহাড়ের নিচে ও আশপাশের বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়।


সান নিউজ/এমএইচ


আরো খবর: