কুমিল্লা, ১৯ অক্টোবর – কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার যদি কেন্দ্রে না যায়, তবে সেটা শেখ হাসিনার জন্য কলঙ্কের হবে। আমি চাই স্বতঃস্ফূর্তভাবে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিক।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মহাসড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, আমেরিকা এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে যাবে এটা মানুষ মেনে নেবে না। বিশেষ করে ইসরায়েল এখন গাজায় যা করছে, আমেরিকা তাদের কর্মকাণ্ডকে একেবারে সর্বসম্মতভাবে সাহায্য করছে। যারা মানুষ হত্যার পেছনে থাকে, বাংলার মানুষ তাদের সঙ্গে থাকবে না। মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েও পরাজিত হয়েছিল। এবার না হয় অষ্টম নৌবহর, না হয় দশম নৌবহর পাঠাবে, কিছুই হবে না।
তিনি বলেন, যেই মাত্র জ্বালাও-পোড়াও-ভাঙচুর আসবে, সেই মাত্র বুঝতে হবে যারা এসব করছে তারা হেরে যাচ্ছে। আমরা আইয়ুব খানকে জ্বালাও-পোড়াও করে বিদায় করিনি, আমরা লাখো মানুষ রাস্তায় বেরিয়ে তাকে স্তব্ধ করে দিয়েছিলাম। তার পুলিশ, ইপিআর ও আর্মিকে স্তব্ধ করে বঙ্গবন্ধুকে জেলের তালা ভেঙে বের করে এনেছিলাম।
এ সময় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকশী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সংবিধান অনুসারে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে first appeared on DesheBideshe.