শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২৫ ডিসেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ইনশাআল্লাহ।

এ ছাড়া তিনি বলেন, আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি first appeared on DesheBideshe.



আরো খবর: