মুম্বাই, ২৪ অক্টোবর – ভারতের টেলিভিশন শোয়ের মধ্যে অন্যতম ও জনপ্রিয় হচ্ছে ‘বিগ বস’। শোটি প্রতিবছরই বেশ জমজমাট হয়ে উঠে। এতে এমন সব ঘটনা ঘটে, যা নজরে পড়বেই। যদিও একাধিকার বিতর্কের জন্মও দিয়েছে এর বিভিন্ন পর্ব। এবারও তেমনই একটি ঘটনা ঘটলো। বিগ বস কন্নড়-১০ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষকে টেলিভিশন শোতে বাঘের নখের লকেট পরতে দেখা যায়। আর এই খবর পৌঁছায় বন বিভাগের কাছে। তারপর বন দপ্তরের কর্মকর্তারা সরাসরি বিগ বসের সেটে গিয়ে তদন্ত করেন বিষয়টি। পরে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় প্রতিযোগী ভার্থুরকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের জানা যায়, গত ২২ অক্টোবর বন দপ্তরের কর্মকর্তারা বিগ বসের সেটে যান। সেখানে প্রযোজকদের লকেটটি পরিদর্শনের জন্য বাইরে আনতে বলা হয়। কর্মকর্তারা নিশ্চিত হন, লকেটটি একটি আসল বাঘের নখের তৈরি। এভাবে তদন্তের পর গ্রেপ্তার করা হয় ভার্থুরকে। এ ঘটনায় এখনো তদন্ত করছে বন বিভাগ। আর লকেটটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
এদিকে ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট রবীন্দ্র কুমার বলেছেন, তাকে বাঘের নখ পরা অবস্থায় দেখার পর অভিযোগ দায়ের করে জনসাধারণ। অভিযোগের পর কোমাঘট্টার কাছে বিগ বস স্টুডিওতে বিষয়টি পরিদর্শনে গিয়েছিলাম আমরা। সেখানে কর্তৃপক্ষকে লকেটটি হস্তান্তর করার অনুরোধ করি। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমাদের হাতে তুলে দিতে রাজি হয় তারা।
তিনি আরও বলেন, সঠিক পদ্ধতির মাধ্যমে ওই লকেটটি যাচাই করেছি। যাতে জানতে পারি, লকেটটি আসলেই বাঘের নখের তৈরি কিনা। বিগ বস কর্তৃপক্ষকে আরও নির্দেশ দিয়েছিলাম, তাকে যেন আমাদের সামনে হাজির করে। তার কাছে এটি সম্পর্কে জানতে চেয়েছি এবং তিনি জানিয়েছেন এটি কোথাও পেয়েছেন। তিন বছর আগে হোসুরে উপহার হিসেবে কেউ দিয়েছিল তাকে।
তবে এ ঘটনায় প্রতিযোগী ভার্থুরের অন্তত তিন থেকে সাত বছরের শাস্তি হবে বলেও জানা গেছে। কন্নড় রিয়েলিটি শো’র ইতিহাসে এটিই প্রথম কোনো ঘটনা যে, কোনো প্রতিযোগীকে বিগ বসের সেট থেকে গ্রেপ্তার করা হলো।
আইএ/ ২৪ অক্টোবর ২০২৩