শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শো-রুম উদ্বোধন করতে বাঁধা, ঢাকায় ফিরে যা বললেন মেহজাবীন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪


ঢাকা, ০৩ নভেম্বর – ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের এলাকা চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে ‘বাধার’ মুখে পড়লেন।গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। কিন্তু বাধার মুখে শোরুম উদ্বোধন না করেই তাকে ঢাকায় ফিরে আসতে হয়।

এ বিষয়ে মেহজাবীন নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে, নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না।’

 

মেহজাবীন আরও লেখেন, ‘আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’

 

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কিন্তু পরিস্থিত প্রতিকুল হওয়ার কারণে মেহজাবিনকে ছাড়াই শোরুমটি উদ্বোধন করা হয়েছে।

এ ঘটনার প্রসঙ্গে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।

 

অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানানো হয়েছে বলে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ। বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি।’

আইএ/ ০৩ নভেম্বর ২০২৪



আরো খবর: