বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শিক্ষকদের ওপর হামলায় উদ্বিগ্ন ইউনিসেফ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি। এসব হামলার নিন্দা জানানোর পাশাপাশি এক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইউনিসেফ।

বুধবার (৬ জুলাই) শিক্ষকদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি, আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাই।

তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালনের জন্য শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখাতে হবে। তাদের পরিপূর্ণ সম্ভাবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে। শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।


আরো খবর: