রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাহপরীরদ্বীপ লেডুর বাড়ি থেকে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

টেকনাফে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ইমান শরীফের ছেলে মোঃ আয়াছ(৩৫), সাবরাং আলীর ডেইল এলাকার দিল মোহাম্মদের ছেলে জাফর আলম(৩২), দিল মোহাস্মদের ছেলে আরিফুল ইসলাম আরিফ(৩০),নয়াপাড়ার মৃত আব্দু জলিলের ছেলে মোঃ ইমান হোসেন(২৭), শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে কামাল মিয়া প্রকাশ লেডু(৩৭)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে জানা যায় টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া এলাকার কামাল মিয়ার প্রকাশ লেডুর বসত ঘরে ইয়াবা ক্রয় বিক্রিয় করছে। উক্ত সংবাদে থানা পুলিশের এসআই নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ লেডুর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফকারকৃত ৫ মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, কামাল মিয়া প্রকাশ লেডু, মো ইমাম হোসেন ও আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।


আরো খবর: