বেইজিং, ১৫ অক্টোবর – ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন চীনের রাষ্ট্রদূত ঝাই জুন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি রবিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া ও পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি আলোচনার জন্য ঝাই আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন। গাজায় ইসরায়েলের স্থল আক্রমণের প্রস্তুতির মধ্যে সিসিটিভির এই রিপোর্ট এসেছে।
জনাকীর্ণ ছিটমহলের উত্তর অংশের এক মিলিয়নেরও বেশি লোককে স্থল হামলার আগে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তাকারী গোষ্ঠীগুলো বলেছে, এটি একটি বহির্গমন যা মানবিক বিপর্যয় শুরু করবে। গাজা একটি সঙ্কুচিত এবং দরিদ্র অঞ্চল যেখানে ২৩ লাখ বাসিন্দা বসবাস করে। ২০০৬ সাল থেকে গাজা ইসরায়েলের স্থল, আকাশ এবং সমুদ্র অবরোধের অধীনে রয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ অক্টোবর ২০২৩