রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শহরে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিলের সমর্থকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা নামে (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে ৩ তলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরো খবর: