শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শনিবার রাজধানীর থানায় থানায় থাকবে আওয়ামী লীগও

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩


ঢাকা, ০১ মার্চ – শনিবার বিএনপির ঢাকা মহানগরীর পদযাত্রার দিনে থানায় থানায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

বুধবার (১ মার্চ) এক সভায় এ সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে শান্তি সমাবেশের সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি। থানা কমিটিগুলো সুবিধামতো এ কর্মসূচি পালন করবে।

একই কর্মসূচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ দেওয়ার আভাস পাওয়া গেছে।

এসব জমায়েতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানায় দলটির নেতারা।

ঢাকা-৫ আসনভুক্ত যাত্রাবাড়ী ও ডেমরার শান্তি সমাবেশে থাকবেন বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। ঢাকা-৪ আসনের শ্যামপুর ও কদমতলী থানার শান্তি সমাবেশে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম। ঢাকা-৬ আসনের ওয়ারি, গেণ্ডারিয়া ও সূত্রাপুর থানার শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি; ঢাকা-৭ আসনের লালবাগ, চকবাজার, কোতোয়ালি ও বংশালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন;

ঢাকা-৮ আসনের মতিঝিল, পল্টন, শাহবাগ ও শাহজাহানপুর থানায় সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকন; ঢাকা-৯ আসনের মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানায় আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং ঢাকা-১০ আসনের কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি থানায় দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি উপস্থিত থাকবেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ মার্চ ২০২৩


আরো খবর: