শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শনিবার বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২০ ডিসেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের শেষ বোর্ড মিটিং আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামীকাল শনিবার (২১ ডিসেম্বের) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই মিটিংটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে। বিসিবির এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে যার মধ্যে প্রধান হচ্ছে বিসিবির স্টান্ডিং কমিটি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করেছে জাতীয় দল। এ ছাড়া নারী অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে খেলছে এশিয়া কাপে। অন্যদিকে, সিলেটে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এসব ব্যস্ততার মাঝেই বিসিবির স্টান্ডিং কমিটি ছাড়াও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর নিয়েও সিদ্ধান্ত আসার কথা রয়েছে এ মিটিংয়ে।

নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে সভায়। নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই বিসিবির সামনে এখন নতুন অধিনায়ক খোঁজার চ্যালেঞ্জও রয়েছে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও থাকবে আলোচনা।

দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা এবং সামনের পরিকল্পনা নির্ধারণে এই বোর্ড মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



আরো খবর: