কক্সবাজারে ভুয়া র্যাব পরিচয়ে গণধর্ষণ ও ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বাসটার্মিনালের রাজা গেস্ট হাউস নামক আবাসিক হোটেল হতে ভুয়া র্যাব পরিচয় দিয়ে অপকর্ম করা চক্রটিকে গ্রেপ্তার করা সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করে আনা একটি আইফোন ১১, রেডমি নোট ৮ প্রো, নগদ টাকা, র্যাব মনোগ্রাম লাগানো ধূসর রংয়ের কলারসহ গেঞ্জি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি দামি মোটর সাইকেল জব্দ করা হয়। বাইকের হেড লাইটের ওপরে র্যাব মনোগ্রাম লাগানো ছিল বলে জানিয়েছেন র্যাব-১৫, কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌধুরী পাড়ার ইউসুফ আর্মির বাড়ির মো. ইউসুফ আলী ও জিয়াসমিনের ছেলে মো. জাহিদ হাসান (২৮) ও একই উপজেলার চক নাধড়ার আব্দুল লতিফ এর বাড়ির মো. আব্দুল লতিফ ও রোকসানা বেগমের ছেলে মো. সানোয়ার হাসান সনি (৩০)। তাদের বিরুদ্ধে প্রতারণা, গণধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে।
র্যাব-১৫, কক্সবাজারের ল’ অ্যান্ড মিডিয়া পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গোয়েন্দা সূত্রে জানায় কক্সবাজারের বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র বেশ কিছুদিন যাবৎ ভূয়া র্যাব পরিচয়ে ছিনতাই ও ধর্ষণসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম সংঘঠিত করে আসছে। এ বিষয়ে ভূক্তভোগী একাধিক ব্যক্তি র্যাবের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করলে র্যাব-১৫ এর আভিযানিক দল জড়িতদের গ্রেফতারে নিবিড় অনুসন্ধান শুরু করে।