বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা নেতা আজিম উদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত হেড মাঝি নূর মোহাম্মদ গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত আসামি আরেক হেড মাঝি নূর মোহাম্মদকে (৪০) গ্রেফতার করেছে এপিবিএন।

সোমবার ভোররাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/২২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক। এ নিয়ে মামলার চার আসামীকে গ্রেফতার করা হলো।

আটক নূর মোহাম্মদ এম/২২ ব্লকের ৩৯ নম্বর শেডের মৃত মো. হাসানের ছেলে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নাইমুল হক।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীস্থ ১৮ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সমজিদা বাদী হয়ে শুক্রবার দুপুরে ১৫ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন উখিয়া থানায়।


আরো খবর: