কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুতুপালং ক্যাম্পের মৃত জকির আহম্মদের ছেলে আবুল হাসিম (৫৫), একই ক্যাম্পের নুরুল হকের ছেলে নূর মোহাম্মদ (২৬) ও ২ নম্বর ক্যাম্পের মৃত আলী জোহারের ছেলে কলিম উল্লাহ (৫২)।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টায় কুতুপালং ওয়েস্ট বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কথিত আরসার সদস্য সেলিম মারা যান।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক জানান, রোহিঙ্গা সেলিম হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।