উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গারা ক্যাম্পে জাল নোট তৈরী করার খবর পাওয়া গেছে। এ খবরের সূত্র ধরে জাল নোট তৈরীর সরঞ্জামসহ এক রোহিঙ্গা দূস্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।
জানা গেছে, উখিয়ার কুতুপালং ২/ ইস্ট ক্যাম্পের ৮/ই ব্লকের মৃত লাল মিয়ার ছেলে আবু তাহের (৬৫) তার নিজ ঘরে জাল নোট তৈরীর সরঞ্জাম মজুদ করে রাখে। এমন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন পুলিশের একটি টিম গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঐ ঘরে অভিযান চালায়।
অভিযানকালে উক্ত রোহিঙ্গা দূস্কৃতিকারীর বসত ঘর হতে ৭৬ বান্ডিল জাল টাকা তৈরীর সাইজকৃত কাগজ ও এক কোটা জাল টাকা তৈরীর ক্যামিক্যাল রং আলামতসহ জব্দ করা হয়েছে। প্রতিটা বান্ডিলে ১০০ খানা করে প্যাকেটকৃত কাগজ রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত রোহিঙ্গাকে জব্দকৃত আলামতসহ উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক নাইমুল হক জানান।