শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় তিনজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ জুলাই, ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার উখিয়ার মধুরছড়ার ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নুরু আলমের ছেলে ফরিদ আলম (৩৪), আবদুল খালেকের ছেলে শাহজাহান (২২) ও মৃত হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।
এপিবিএন ১৪এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ২১ জুলাইয়ের ঘটনায় উখিয়া থানায় একটি মামলা হয়। গ্রেফতাররা ওই মামলার এজাহারনামীয় ৬, ৭ ও ৮ নম্বর আসামি। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।


আরো খবর: