কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিযান (এপিবিএন)। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নারী। আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে আব্দুল গনি (২০), টেকনাফ উপজেলার হীুলা এলাকার আমির হোসাইনের ছেলে জাকির হোসাইন (২৩), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ইব্রাহীম (২২) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯এর বাসিন্দা মৃত সৈয়দ আহমদের স্ত্রী নুর বাহার (২২)।
রবিবার (৩১ জুলাই) গভীররাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯এর সি ব্লকস্থ কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (মিডিয়া) কামরান হোসেন সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা প্রক্রিয়াধীন।